hh

কিভাবে নিজের সঠিক ক্যারিয়ার বাছাই করবেন

কিভাবে নিজের সঠিক ক্যারিয়ার বাছাই করবেন


২৫ বছর বয়স থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত আপনাকে প্রতিদিন ৬-৮ ঘন্টা একটা কাজ করতে হবে৷ মানে আপনার জীবনের ৪ভাগের ১ভাগ সময় যাবে সেই কাজটা করতে৷ যদি সেই কাজটা এরকম হয় যে ৫মিনিট করার পর আপনার আত্মহত্যা করতে ইচ্ছে করে তাহলে এর থেকে খারাপ আপনার জীবনে আর কী হতে পারে৷ 

যখন আমরা আমাদের নিজের ক্যারিয়ার বাছাই করার কথা বলি তখন আমরা শুধু ২টা জিনিস ভাবিঃ- 

১ঃ-Monthly income

২ঃ- what people say

যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটার সেটা হলো, কাজটার প্রতি কোন আগ্রহ আছে কিনা, আর এটাকেই ক্যারিয়ার বাছাই করার সময় আমরা একদম খেয়ালই করিনা৷ আমরা এরকম কেন করি?


যখনি আমরা আমাদের ক্যারিয়ারের Interest কিছু নিয়ে ভাবি তখনি আমাদের মাথায় আসে আমরা মাসে কত টাকা কামাতে পারবো আর যদি ব্যার্থ হয়ে যাই তখন কী হবে?

এই দুটো ভয় আমাদের সামনে আগানোর ক্ষেএে বাধা হয়ে দাড়ায়৷ আর যদি আমরা Interest বাদ দিয়ে শুধু টাকা কামানোর কথা ভাবতে থাকি তাহলে তখন আবার ভিতরে চাপ বারতে থাকে যার প্রভাব এসে পরে সম্পর্কে, ফ্যামিলীতে, অফিসের সমস্ত রাগ ঘরে এসে ঝাড়তে হয়৷ এখন দুদিকেই সমস্যা, কী করা যায় তাহলে? 


এক্ষেত্রে আমাদের ৩টা জিনিস বের করতে হবে

১ঃ- Find the interest 

২ঃ- Minimal chance of failure 

৩ঃ- Ensure good income 


সবার আগে আপনাকে Interest খুজে বের করতে হবে তার জন্য আপনি নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে৷ প্রতিমাসে অন্তত একটা নতুন কিছু ট্রাই করতে হবে সেটা যেকোন কিছুই হতে পারে যতক্ষণ না ওই Permanent Interest এর কাজটা খুজে না পাচ্ছেন৷ বসে বসে ভেবে বা অনলাইনে টেস্ট দিয়ে কখনো নিজের Interest খুজে বের করা সম্ভব না৷ নিজের হাতে যখন আমরা কোন কাজ করি ঠিক তখনি আমরা জানতে পারি সে কাজটার প্রতি আমাদের কোন Interest আছে কিনা৷ এর জন্য প্রতিমাসে কমপক্ষে একটা করে নতুন জিনিস ট্রাই করতে হবে যতক্ষণ না সেই Permanent interest এর কাজটা না পাওয়া যাচ্ছে৷ 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad