যখন আমরা আমাদের নিজের ক্যারিয়ার বাছাই করার কথা বলি তখন আমরা শুধু ২টা জিনিস ভাবিঃ-
১ঃ-Monthly income
২ঃ- what people say.
যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটার সেটা হলো, কাজটার প্রতি কোন আগ্রহ আছে কিনা, আর এটাকেই ক্যারিয়ার বাছাই করার সময় আমরা একদম খেয়ালই করিনা৷ আমরা এরকম কেন করি?
যখনি আমরা আমাদের ক্যারিয়ারের Interest কিছু নিয়ে ভাবি তখনি আমাদের মাথায় আসে আমরা মাসে কত টাকা কামাতে পারবো আর যদি ব্যার্থ হয়ে যাই তখন কী হবে?
এই দুটো ভয় আমাদের সামনে আগানোর ক্ষেএে বাধা হয়ে দাড়ায়৷ আর যদি আমরা Interest বাদ দিয়ে শুধু টাকা কামানোর কথা ভাবতে থাকি তাহলে তখন আবার ভিতরে চাপ বারতে থাকে যার প্রভাব এসে পরে সম্পর্কে, ফ্যামিলীতে, অফিসের সমস্ত রাগ ঘরে এসে ঝাড়তে হয়৷ এখন দুদিকেই সমস্যা, কী করা যায় তাহলে?
এক্ষেত্রে আমাদের ৩টা জিনিস বের করতে হবে
১ঃ- Find the interest
২ঃ- Minimal chance of failure
৩ঃ- Ensure good income
সবার আগে আপনাকে Interest খুজে বের করতে হবে তার জন্য আপনি নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে৷ প্রতিমাসে অন্তত একটা নতুন কিছু ট্রাই করতে হবে সেটা যেকোন কিছুই হতে পারে যতক্ষণ না ওই Permanent Interest এর কাজটা খুজে না পাচ্ছেন৷ বসে বসে ভেবে বা অনলাইনে টেস্ট দিয়ে কখনো নিজের Interest খুজে বের করা সম্ভব না৷ নিজের হাতে যখন আমরা কোন কাজ করি ঠিক তখনি আমরা জানতে পারি সে কাজটার প্রতি আমাদের কোন Interest আছে কিনা৷ এর জন্য প্রতিমাসে কমপক্ষে একটা করে নতুন জিনিস ট্রাই করতে হবে যতক্ষণ না সেই Permanent interest এর কাজটা না পাওয়া যাচ্ছে৷
Thanks to comment Jibon Somossa official blog. Stay with us for more content. Follow us to Facebook. www.facebook.com/jibonsomossa.blog