hh

কেউ Ignore করলে আপনি কি করবেন

Top Post Ad

কেউ Ignore করলে কী করবো

যখন কেউ আমাদের Ignore করতে শুরু করে, Specially যদি আমাদের তার Emotional  Relationship থাকে যেমন ধরুন, Boyfriend বা girlfriend বা যদি কোন ভাল বন্ধু, তখন খুব খারাপ লাগতে থাকে৷ কোন কাজে ঠিক করে মন বসে না৷ ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষা করি, মানে একটা চিন্তা অনুভব হতে শুরু করে৷ কেউ আপনাকে Ignore করলে কী করবেন? 

সেটাই এখন বলবো আপনাদের 


১ঃ- আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করবেন হয়েছে কী? 

যদি কাল অবধি বা কিছু দিন আগে অবধি সে আপনার সাথে ভালভাবে কথা বলছিল, কিন্তু আজ হঠাৎ Ignore করতে শুরু করে দিয়েছে তাহলে কিছু না কিছু সমস্যা অবশ্যই হয়েছে৷ এখন সেই সমস্যাটা আসলে কী? 

সেটা বাহির করার জন্য আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন হয়েছে টা কী? 

আপনি কী তাকে এমন কোন কথা বলেছেন যাতে সে আঘাত পেতে পারে? 

আপনি কী ইচ্ছা বা অনিচ্ছুক ভাবে তার সাথে খারাপ কিছু করেছেন?  

যদি আপনি বুঝতে পারেন যে হয়তো অনিচ্ছুক ভাবে আপনি তাকে খারাপ কিছু বলে ফেলেছেন বা তার সাথে কোন খারাপ ব্যবহার করে ফেলেছেন তাহলে যদি সে সম্পর্ক টা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে তাকে গিয়ে Sorry বলে দিন৷ 

মেনে নিন আপনি ভুল করেছেন আর আপনার কোন ইচ্ছে ছিল না তাকে দুঃখ দেওয়ার আর সেই কারনেই আপনি এখন তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন৷ 


২ঃ- এবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখলেন যে, না আমিতো এমন কিছুই করি নি বা কোন খারাপ ব্যবহার করিনি যাতে তার খারাপ লাগতে পারে৷ এমন হলে আপনার তাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে হ্য়েছে কী?

এখন এখানে দুরকমে Case হতে পারেঃ- 

১ঃ- সে আপনাকে জানালো যে, আপনার কোন একটা কাজের জন্য কষ্ট পেয়েছে আর তাই সে আপনার উপরে রেগে আছে৷ যদি আপনি অনিচ্ছুক ভাবে তাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে তাকে Sorry বলে দিন৷ বলে দিন যে আপনার তাকে কষ্ট দেওয়ার কোন রকম ইচ্ছে ছিল না৷ আর এরপর থেকে আপনি খেয়াল রাখবেন এই কাজটা আর কখনো যাতে না হয়৷ 


২ঃ- সে কোন কিছু বললো না অথবা শুধু বললো, আরে না না তেমন কিছুই হয়নি, আমি আসলে একটু কাজে ব্যাস্ত আছি৷ কিন্তু আপনি যানেন সেটা সত্যি কথা না৷ 

যেমন সে সারাদিন অনলাইনে আছে একের পর এক পোস্ট করে যাচ্ছে বা আপনার কোন বন্ধুকে মেসেজ এর জবাব দিয়ে যাচ্ছে কিন্তু আপনি বললেই শুধু এই বাহানা দেখাচ্ছে যে আমি পড়ায় বা কাজে ব্যাস্ত আছি৷ এই কথা থেকে একটা জিনিস তো পরিস্কার হয়ে যায়, যে Relationship টা আপনার কাছে এখনো মূল্যবান রয়েছে কিন্তু তার কাছে আর নেই৷ এইক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে সে বদলে গেছে৷ 


মানুষের জীবনে priority বদলাতে থাকে৷ কাল অবধি আপনি হয়তো তার জীবনে Top Priority ছিলেন কিন্তু আজ সে যায়গাটা বদলে গেছে৷ 

আর নতুন Priority অনুযায়ী সে হয়তো আপনার থেকে ভাল কাউকে পেয়ে গেছে তাই হয়তো সে আপনাকে Ignore করছে৷ 

Priority বদলে যাওয়াতে কোন অসুবিধা নেই কারন সেটা আমাদের সবার জীবনেই সময়ের সাথে সাথে বদলে যায়৷ কিন্তু তার কাছে যদি আপনাদের সম্পর্কের গুরুত্বটাই আর না থাকে তাহলেই সমস্যা৷ 


৩ঃ- আপনার কোন দোষ নেই, নাতো আপনি তার সাথে খারাপ কিছু করেছেন৷ আপনি তাকে জিজ্ঞেস পর্যন্ত করছেন কিন্তু তাও সে বার বার আপনাকে Ignore করছে, আর এত কিছুর পরেও আপনি তার পিছনে পরে রয়েছেন৷ এটা একদম ঠিক না৷ 

কারন এতে আপনার নিজের চোখে আপনার Self-Respect কমতে থাকবে৷ 

আর যে মানুষটা নিজের কাছে নিজে ছোট হয়ে যায় সে মানুষটা জীবনে বড় কিছু করা তো দূরে থাক, বড় কিছু ভাবতেও পারে না৷ 

এবার একবারের মতো এটাও মেনে নিয়ে দেখা যাক যে আপনি হয়তো ভুল বুঝছেন তার কাছে হয়তো এখনো আপনাদের সম্পর্কের গুরুত্ব রয়েছে, কিন্তু তারপরও আপনার তাকে বার বার জ্বালাতন করে কোন লাভ নেই বরং ক্ষতি আছে, কারন তাহলে সে আপনাকে দূর্বল করে মনে করবে আবার কে জানে হয়তো সেই দূর্বলতার সুযোগ ও নিতে পারে৷ 

যদি সত্যিই তার কাছে আপনাদের সম্পর্কের কোন গুরুত্ব থেকে থাকে তাহলে বার বার Ignore করতে থাকার পর একটা সময় পর আপনি তার পিছনে পরে থাকা ছেড়ে দিবেন তখন সে নিজেই আপনার কাছে ফিরে আসবে৷ 

যদি সে আপনাকে সরাসরি বলে দেয় বা তার ভাবভঙ্গি দেখেও যদি আপনি পরিস্কার বুঝতে পারেন যে তার উওর না, তাহলে তারপরেও তার পিছনে পরে থাকার কোন দরকার নেই৷ 

৪:- সে বদলে গেছে তাই আপনিও নিজেকে বদলে নিন৷ আমরা অনেক সময় সম্পর্ক আর ভালবাসা এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলি৷ একটা সম্পর্ক কখনো একতরফা হতে পারেনা, কারন সম্পর্ক মানে দুজনের মধ্যে এক প্রকার আদান প্রদান যেখানে ভালবাসা একতরফা হতেই পারে৷ 

ভালবাসার অর্থ কী সেটা যদি এক লাইনে বোঝানো হয় তাহলে সেটা হলো, আমি চাই যাতে তুমি সবসময় ভাল থাকো, সেটা যদি আমার থেকে দূরে গিয়েও ভাল থাকো তাহলে সেটাতেও সমস্যা নেই৷ এখন সে যদি আপনার সঙ্গে সম্পর্ক না রাখতে চায় তাহলেও ভাল৷ 

সময়ের সাথে সাথে আমরা সবকিছু নিজের সাথে মানিয়ে নিতে শিখে যাই শুধু নিজের অহংকার কে কখনো বারতে দিবেন না আর Limit cross করে কখনো নিজের Self respect Down করবেন না৷ 

Below Post Ad

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.