hh

বদহজম দূর করার উপায়


 

বদহজম দূর করার উপায়


বদ হজম একটি ভীষন অস্বস্তিকর সমস্যা৷ খাবারের অনিয়ম, বেশি খাওয়া অথবা বাইরের তেলযুক্ত খাবার খাওয়ার ফলে এ সমস্যা হয়ে থাকে৷ প্রধানত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়ায় এ সমস্যা দেখা দেয়৷ পেটে অতিরিক্ত পরিমাণে এসিড হবার কারণে পেটে ব্যথা , গ্যাস , বমিবমি ভাব , মুখে দুর্গন্ধের মতাে সমস্যা দেখা দেয়৷ আবার অতিরিক্ত অ্যাসিড পাকস্থলীর মিউকোসার পর্দা নষ্ট করে পাকস্থলীর সংস্পর্শে আসে এবং প্রদাহ তৈরি করতে পারে৷ এি সমস্যা দেখা দিলে কিছু বিষয় লক্ষ্য রাখা দরকারঃ- 


আদাঃ

হজমের সমস্যায় আদা বেশ ভালো প্রতিষেধক৷ হজমের সমস্যা সমাধানে খাদ্যতালিকায় অবশ্যই আদা রাখুন৷ আদা বমি এবং বমিবমি ভাব প্রতিরোধেও কাজ করে৷ এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও প্রদাহরোধী উপাদান হজমে সাহায্য করে৷ খাবারের পরে একটু আদা লবন দিয়ে চুষে খেতে পারেন৷ এছাড়া এক কাপ গরম পানিতে দুই চামচ আদার রস ও এক চামচ মধু মিশিয়ে পান করুন৷ 


বেকিং সোডাঃ

পাকস্থলীর অপ্রয়োজনীয় অ্যাসিডের অতিরিক্ত নিঃসরণের ফলেই বদহজম হয়ে থাকে এই সমস্যা দূর করতে বেশ কার্যকর বেকিং সোডা৷ আধা গ্লাস পানিতে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন৷ এতে দ্রুত বদহজমের সমস্যা দূর হয়ে যাবে৷ 


রাতে খাবারের পরেই শুয়ে পরবেন না এতে আপনার পেটে গ্যাস তৈরি হবে৷ খাবারের পরে ১০-১৫ মিনিট হাটাহাটি করবেন এতে আপনার খাবার হজম হয়ে যাবে৷ 


এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে কিছু কিছু খাবার থেকে বিরত থাকবেন যেমনঃ- মসুরের ডাল , বুট , ছােলা , বীণ , সয়াবিন, বেশি ঝাল জাতীয় খাবার, মসলা যুক্ত খাবার ইত্যাদি৷ 


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks to comment Jibon Somossa official blog. Stay with us for more content. Follow us to Facebook. www.facebook.com/jibonsomossa.blog

Top Post Ad

Below Post Ad