তাদের অভিযোগ শুনে কিছুক্ষণ পর শিক্ষক বললেন, তোমরা বসো আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি৷
তার সে তার ৬ জন ছাত্রের জন্য ৬ কাপ চা বানিয়ে নিয়ে আসলেন৷ তার মধ্যে ৩টা ছিল প্লাস্টিকের এবং বাকি ৩টা ছিল কাচের এবং তখন শিক্ষক বললেন তোমাদের চা নিয়ে যাও৷ চা নিতে গিয়েই তর্কাতর্কি শুরু কাপ নিয়ে৷ একজন আরেক জনকে বলে এইটা আমি নিব, অন্যজন আবার বলে না আমি নিব এইভাবে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল৷ কিছুক্ষণ পর যখন তাদের লড়াই থামলো এবং যে যার চা নিয়ে বসলো তখন শিক্ষক তাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললো, দেখলে এটাই হচ্ছে সমস্যা৷ তোমরা সবাই তর্কাতর্কি করছিলে এটা নিয়ে কে সুন্দর কাপে চা খাবে আর কে খাবে না৷ আসলে কাপটা তো তোমরা খাবে না আসল জিনিস হলো চা যেটা সব কাপেই একরকম৷
ঠিক এরকমই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো কিন্তু খুশি থাকা আর তার জন্যই আমাদের টাকার দরকার হয়৷
কিন্তু অনেক সময় আসল উদ্দেশ্যকে ভুলে নিজের খুশি বিসর্জন দিয়ে আমরা টাকার পিছনে অকারনে বোকার মতো ছুটতে থাকি৷ আর তার জন্য সমাজের একজন মানুষকে মূল্যায়ন করে তার কাছে কত টাকা আছে আর সে কি চাকরি করে৷ অর্থাৎ চা নয়, চায়ের কাপ দেখে বিচার করে, যেখানে সত্যিটা হলো চা যদি ভাল হয় তাহলে সেটা মাটির কাপে খেয়েও আনন্দ হবে কিন্তু চা যদি খারাপ হয় তাহলে সেখানে লাখ টাকার কাপে খেয়েও কোন আনন্দ হবে না বা মজা পাওয়া যাবে না৷
কিন্তু তার মানে এই না যে আমাদের জীবনে টাকার কোন মূল্য নেই, অবশ্যই আছে৷ কিন্তু সেটা ঠিক কতটা, এটাই বুঝতে আমরা ভুল করি৷ Time, knowledge, happiness এগুলো যেমন আমাদের জীবনের এক একটা সম্পদ, ঠিক তেমনি টাকাও একটা সম্পদ৷ লাইফে আমরা এক ধরনের সম্পদ খরচ করে অন্য ধরনের সম্পদ জোগাড় করে থাকি৷
যখন আমরা টাকা দিয়ে কিছু কিনে থাকি, যেমন একটা মোবাইল৷ তখন কিন্তু আমরা ওই মোবাইল টাকেই কিনি না, যা যা ওই ফোনের সাথে জরিয়ে আছে সেগুলোর সবকিছুই কিনি৷
সমস্যাটা তখনি হয় যখন আমরা ভুলে যাই কোনটা আমাদের প্রয়োজন আর কোনটা বিলাসিতা৷ যতই জিনিস কিনি যতই, যতই রোজগার করি কিন্তু এইযে "আরো চাই" রোগটা কখনো ঠিক হয়না৷ অর্থাৎ একটা সাইকেলের চাকার মতো গোল গোল ঘুরতে থাকি৷ নিজেকে কষ্ট দিয়ে চাপ নিয়ে টাকা রোজগার করি তারপর সেই টাকাকে খরচ করি চাপ দূর করতে৷ এই ধরনের লাইফ সার্কেলে যারা ফেসে যান তাদের জীবনের একমাত্র লক্ষ হয়ে পরে টাকা রোজগার করা যেটা তাদেরকে টাকার দাসে পরিনত করে দেয়৷ এরপর থেকে তারা আর টাকা খরচ করে না উল্টো টাকা তাদের খরচ করতে থাকে যতদিন না তারা এই ঘোল থেকে বেরিয়ে আসছেন বা মারা যাচ্ছেন৷
তাদের চিন্তা ভাবনা শুরু হয় টাকা দিয়ে আবার শেষ ও হয় টাকা দিয়ে৷ এভাবে কোনদিনও প্রকৃত ধনী হওয়া সম্ভব না৷ প্রকৃত ধনী হওয়া তখনি সম্ভব যখন আপনি টাকা রোজগারও করছেন খুশি হয়ে কোন Positive experience এর সাথে আবার সেটা ব্যায় ও করছেন খুশি মনে বা Positive experience এর সাথে৷ তাই এই ঘোর থেকে বেরিয়ে আসার উপায় হলো টাকার প্রকৃত মূল্য কতটা সেটা পরিস্কার ভাবে বোঝা৷ জীবনে খুশি থাকার জন্য অনেক কিছুই দরকার যেমন, Health, Relations, Money তার মধ্যে একটা সমস্ত কিছু না৷
Thanks to comment Jibon Somossa official blog. Stay with us for more content. Follow us to Facebook. www.facebook.com/jibonsomossa.blog